
ঢাকা এআই ল্যাব লিমিটেড
আমরা আপনার জন্য এআই কে প্রস্তুত করে দেই। আপনার প্রতিষ্ঠানকে এআই এর জন্য প্রস্তুত হতে সহায়তা করি।
আমরা আপনার ব্যবসার উদ্দেশ্য ও লক্ষ্যগুলো দেখবো। আপনার চ্যালেঞ্জগুলো জানার চেষ্টা করবো, আপনার দলের সাথে কাজের জায়গাগুলো ভাল করে ঘুরে দেখবো।
তারপর যদি দেখি এআই আপনার জন্য উপকারী হতে পারে, তাহলে সেটা কিভাবে প্রস্তুত করা সম্ভব হবে আপনাকে জানিয়ে দিবো।
যদি এ মুহূর্তে সেটা কঠিন হবে মনে হয়, তাও জানিয়ে দিবো।
অনেক সময় খরচ বেশি হয়ে যায়, অনেক সময় প্রতিষ্ঠানের বর্তমান পরিবেশ বা কার্যপ্রণালী উপযোগী থাকে না। যদি সেরকম হয়, আমরা আপনাকে জানিয়ে দিবো।
আমরা ক্লায়েন্ট প্রতিষ্ঠানের জন্য এআই প্রোডাক্ট বানাই
যেকোন প্রতিষ্ঠান যদি মনে করে তাঁদের লক্ষ ও উদ্দেশ্যের জন্য এআই নিবে, আমাদের কাছে আসতে পারেন। আমরা সব দেখে নিয়ে তৈরি করে দেই।
অথবা জানিয়ে দেই যদি মনে হয় খরচ, অফিসের সংস্কৃতি, বা বর্তমান প্রসেসের কারণে এখন নেয়া ঠিক হবে না।
আমাদের কল করুন।
Photo: Shutterstock